ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাইজারে বন্দুকধারীর গুলিতে ছয় ফরাসি সহায়তাকর্মীসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নাইজারে বন্দুকধারীর গুলিতে ছয় ফরাসি সহায়তাকর্মীসহ নিহত ৮

হত্যাকাণ্ডের পর গাড়ি পুড়িয়ে দেয় বন্দুকধারীরা

নাইজারের এক বন্যপ্রাণীর পার্কে ছয় ফরাসি সহায়তাকর্মীসহ ৮ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। পশ্চিম আফ্রিকান দেশটির কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে বাকি দুজন স্থানীয় গাইড ও ড্রাইভার।

রাজধানী নিমাই থেকে ৬৫ কিলোমিটার দূরের শহর কৌরের কাছে একটি জিরাফের অভয়ারণ্যে রোববার (৯ আগস্ট) আকস্মিক হামলার ঘটনা ঘটে। এখনও কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

তিল্লাবেরি অঞ্চলের গভর্নর তিদজানি ইব্রাহিম কাতিয়েল্লা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘হঠাৎ করে তারা হামলা চালায় এবং হত্যা করে।’ শুরুতে কর্মকর্তারা ফরাসি নাগরিকদের পর্যটক বলে জানায়। তবে নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসৌফৌ কাতাম্বে পরে নিশ্চিত করেন, ওই ছয়জন একটি আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থার হয়ে কাজ করেন। অ্যাক্টেড নামের এক এনজিও তাদের ছয় কর্মী নিহতের খবর নিশ্চিত করেছে।

কৌরে জিরাফ রিজার্ভ গাইডদের সংগঠন এক বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী দল’ উল্লেখ করে জানায়, নিহত স্থানীয় গাইড কাদরি আবদো তাদের সমিতির প্রেসিডেন্ট।

ফ্রান্সের টিএফ১ টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি ৪*৪ গাড়ি। সেখানে বুলেটে তৈরি গর্ত স্পষ্ট।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের কার্যালয় নাইজারে ফরাসি নাগরিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অবশ্য বিস্তারিত কিছু জানায়নি। তারা বলেছে, নাইজারের প্রেসিডেন্ট মোহামাদু ইসৌফৌর সঙ্গে এনিয়ে ফোনে কথা বলেছেন ম্যাক্রন।

নাইজারের পরিবেশ সংক্রান্ত একটি সংগঠনের ঘনিষ্ঠ সূত্র বলেছে, এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সকাল সাড়ে ১১টার দিকে। ঘটনাস্থলে কার্তুজের একটি খালি ম্যাগাজিনও পাওয়া গেছে। হঠাৎ করে জঙ্গল থেকে মোটরসাইকেলে চড়ে বেরিয়ে আসে বন্দুকধারীরা, তারা পর্যটকদের অপেক্ষায় ছিল।

ধারণা করা হচ্ছে বন্দুকধারীরা আল কায়েদা ও আইএসআইএল জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত। সম্প্রতি পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আঞ্চলিক ও বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনা বেড়েছে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়