ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায়ীদের উৎসবমুখর ভোট চলছে

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ২২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে সুতা ব্যবসায়ীদের উৎসবমুখর ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ: শিল্পবাণিজ্য নগরী নারায়ণগঞ্জে সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে টানা বিকেল চারটা পর্যন্ত।

দু’টি প্যানেল থেকে মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে জেনারেল গ্রুপ থেকে ৭৭৪ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার ভোট দিয়ে ১৮ জন নেতা নির্বাচিত করবেন।

দুটি প্যানেলের মধ্যে এম সোলায়মানের নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- এম সোলায়মান, আব্দুল মান্নান মিঞা, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মোঃ হুমায়ুন কবীর, মোঃ সাইদুর রহমান মোল্লা, দেবদাস সাহা, মোঃ আজহার হোসেন, মোঃ হাবিব ইব্রাহীম, মিন্টু চন্দ্র সাহা, মোঃ সাইদুর রহমান, মোঃ মহিউদ্দিন তুরান, মোঃ আব্দুল কাদির (সাধারণ গ্রুপ) ।

মোঃ মাহফুজুর রহমান খান মাহফুজ, মোঃ মকবুল হোসেন, মোঃ কামরুল হাসান, মোঃ খায়রুল কবীর, অসীম কুমার সাহা, মোঃ ফয়সাল আহাম্মদ দোলন (এসোসিয়েট গ্রুপ) ।

 



অপর দিকে লিটন সাহার নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- লিটন সাহা, অশোক মহেশ্বরী, মোঃ মোজাম্মেল হক, মোঃ সেলিম রেজা, মোঃ মজিবুর রহমান, মোঃ আমিন উদ্দিন, মোঃ সিরাজুল হক হাওলাদার, মোঃ আকবর হোসেন, সঞ্জীত রায়, তাজুল ইসলাম, মোস্তফা এমরানুল হক মুন্না, জয় কুমার সাহা (সাধারণ গ্রুপ) ।

মোহাম্মদ মুসা, মোঃ মুকুল হোসেন মল্লিক, মজিবর রহমান, মাওলানা নাজমুল হুদা বিন মাহিদ, মোঃ মেহেদী হাসান, আফসার আহমেদ (এসোসিয়েট গ্রুপ) ।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক। সদস্য হিসেবে রয়েছেন রাশেদ সারোয়ার ও ফারুক বিন ইউসুফ পাপ্পু।

এব্যাপারে মঞ্জুরুল হক বলেন, ‘উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন, আশা করি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো।’



রাইজিংবিডি/ নারায়ণগঞ্জ/২২ জুন ২০১৯/ হাসান উল রাকিব/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়