ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিখোঁজ রুয়েট শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ১১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিখোঁজ রুয়েট শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ আরো এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে উদ্ধার হলো নিখোঁজ থাকা দুইজনই।

উদ্ধার হওয়া আরিফুল ইসলাম (২০) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে।

রোববার সকাল ১১ টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক সৈকত এলাকার সাগর থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এসপি মো. জিল্লুর রহমান।

আরিফুল রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। সে গত ২০১৫ সালে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করেছিল।

শনিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে বন্ধু, প্রতিবেশী ও নিকটাত্মীয় মিলে ৮ জন গোসলে নামে। এ সময় ভাটায় স্রোতের টানে সৃষ্টি হওয়া খালের মত খাদে পড়ে ভেসে যায় ৫ জন।

খবর পেয়ে লাইফ গার্ডের কর্মীরা তাৎক্ষণিকভাবে ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ ছিলো দুইজন।

পরে বিকেল ৫ টায় সৈকতের কলাতলী পয়েন্ট সাগর থেকে রফিকুল ইসলাম মাহমুদ (২১) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।

সে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদেশে যাওয়ার জন্য ঢাকায় 'আইএলটিএস' কোর্সে ভর্তি হয়েছিল।

এ ঘটনায় নিখোঁজ ছিলো আরিফুল ইসলাম নামের আরো এক শিক্ষার্থী।

কোরবানির ঈদ উপলক্ষে তারা কক্সবাজারে বাড়িতে বেড়াতে এসেছিল।

ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর বলেন, ‘রোববার সকালে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক সৈকত এলাকার সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে মৃতদেহটি উদ্ধার করে।’

মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হলে স্বজনরা সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামা নিখোঁজ শিক্ষার্থী আরিফুল ইসলামের বলে পরিচয় নিশ্চিত করেন বলে জানান জিল্লুর।

 

রাইজিংবিডি/কক্সবাজার/১১ আগস্ট ২০১৯/সুজাউদ্দিন রুবেল/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়