ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্বাচন এক দিন এগোনো বা পেছানো উচিত : ইশরাক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন এক দিন এগোনো বা পেছানো উচিত : ইশরাক

সরস্বতী পূজার এক দিন আগে বা পরে ভোট গ্রহণ করা উচিত বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার সন্ধ‌্যায় শনির আখড়ায় গণসংযোগকালে তিনি বলেন, একটা ধর্মীয় উৎসবের দিন নির্বাচনের তারিখ কেন ঘোষণা করা হলো? আমার কথা হলো, এটা তো আগেই জানা ছিল। তারপরও কেন নির্বাচন কমিশন ওই দিন ভোটের তারিখ দিলো- এটা আমার বোধগম‌্য নয়। অবশ‌্যই তাদের এ দাবিটা মেনে নেয়া উচিত। একদিন হলেও ভোট গ্রহণ পেছানো উচিত আথবা এগোনো উচিত।

৫২ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারের সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, তারা ছাড়া আর কার মোটিভ থাকবে?’


ঢাকা/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়