ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার : বাণিজ্যমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার : বাণিজ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে এই সরকার। এর ব্যতিক্রম হবে না।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। এই সরকার সে সময় সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। বর্তমান নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে এই সরকার। এর ব্যতিক্রম হবে না। এখন মির্জা ফখরুলরা সিদ্ধান্ত নিতে পারেন, তারা নির্বাচনে আসবেন কি না। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনো দিন বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে।’

তিনি আরো বলেন, ‘ভারতে যখন নির্বাচন হয়, তখন প্রেসিডেন্টই ক্ষমতায় থাকেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানের অধীনেই নির্বাচন হয়। তাহলে বাংলাদেশে কেন হবে না? বাংলাদেশেও শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচন স্থগিত এবং বন্ধ করার ক্ষমতা নেই। ২০১৪ সালে সেটা প্রমাণিত হয়েছে। তারা শুধু মুখেই বলে। তারা পারলে তো আর আগেই তাদের দাবি আদায় করত। নির্বাচন নিয়ে বিএনপি রাজনৈতিক বক্তব্য দিলেও মূলত তারা আগের ভুল বুঝতে পেরে এখন থেকেই নির্বাচনী মাঠে নেমে পড়েছে।’

বিএনপিনেত্রী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মামলা আছে। নিয়ম অনুযায়ী কারো দুর্নীতির অভিযোগে দুই বছর সাজা হলে সে পাঁচ বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু খালেদা জিয়ার সাজা হবে কি না সেটি আমার বলার সুযোগ নেই। এটি আদালতের বিষয়। তার সাজা হলে বিএনপি নির্বাচনে আসবে কি না সেটাও তাদের বিষয়। তবে আমার বিশ্বাস, আগামী নির্বাচনে শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে আসবে।’

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা ইচ্ছা করলে আমাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন। আমরা অর্থনৈতিক অঞ্চলে অনেক সুযোগ-সুবিধা দিচ্ছি।’

ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক ভালো, এ কথা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আমাদের প্রয়োজনে ভারত থেকে অনেক পণ্য আমদানি করি। ভারত আমাদেরকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এটা যাতে আমরা অপব্যবহার না করি। তবে ট্যারিফ এবং নন-ট্যারিফ যে বাধাগুলো আছে, সেগুলো দুই দেশের সচিবরা বসে সমাধান করবেন। আমরা আশা করি, এই সমস্যা থাকবে না।’

তিনি আরো বলেন, ‘ভারতের সাথে সম্পর্ক অনেক উচ্চতায়। আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন। খুব শিগগিরই তার আবারও ভারত যাওয়ার সম্ভাবনা আছে।’ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

পাকিস্তানের লেখক জুনায়েদ আহমেদের লেখা ‘ক্রিয়েশনস অব বাংলাদেশ : মিথস এক্সপ্লোডেড’ শীর্ষক বইটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধর বিরুদ্ধে প্রোপাগান্ডা আছে। এ কারণে বইটি এ দেশে নিষিদ্ধ করার পাশাপাশি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়