ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্মাণ সামগ্রী উদ্ভাবন ও উন্নয়নে দুই সংস্থার চুক্তি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্মাণ সামগ্রী উদ্ভাবন ও উন্নয়নে দুই সংস্থার চুক্তি

নিজস্ব প্রতিবেদক : নতুন নতুন নির্মাণ সামগ্রী উদ্ভাবন ও উন্নয়নের লক্ষ্যে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুটি সংস্থা।

সংস্থা দুটি হলো-এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড (ক্রাউন সিমেন্ট) ও জিপিএইচ ইস্পাত লিমিটেড। 

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী  ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

হাউজ অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক, জিপিএইচ ইস্পাত লিমিটেড জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালক মো. আশরাফুজ্জামান ও  এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান মোল্লা তাদের প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট জিপিএইচ ইস্পাত লিমিটেড ও ক্রাউন সিমেন্টকে বিভিন্ন নির্মাণ সামগ্রী-ইস্পাত, সিমেন্ট ও কংক্রিটের গুনগত মান উন্নয়নে ও নতুন নতুন নির্মাণ সামগ্রী উদ্ভাবনে কারিগরি ও অন্যান্য গবেষণামূলক বিষয়ে সহায়তা প্রদান করবে।

 


রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়