ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিষিদ্ধ সড়কে চলছে রিকশা, বৈঠক দুপুরে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিষিদ্ধ সড়কে চলছে রিকশা, বৈঠক দুপুরে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুরুত্বপূর্ণ তিন সড়কে রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয় সিটি করপোরেশনে। এর প্রতিবাদে টানা দু’দিন সড়ক অবরোধ করে রাখেন রিকশাচালকরা। অবরোধের পর ওই সড়কগুলোতে আবারো চলছে রিকশা। 

যদিও নিষেধাজ্ঞার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই সড়কে রিকশা চালানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তারপরও বুধবার সকাল থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা সড়কে রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে তা অন্য দিনের তুলনায় কম।

উত্তর বাড্ডা এলাকার রিকশাচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত, আজ সড়ক অবরোধ করব না। আজ রিকশা নিয়ে বের হলাম। এখনো কেউ বাধা দেয়নি। ’

 

আরেক রিকশাচালক মাইনুল মিয়া বলেন, ‘সবাই বড় রাস্তায় রিকশা নিয়া আসেনি। অধিকাংশ গলির ভেতরে চালাচ্ছে।’

এদিকে আজ দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে রিকশা মালিক-চালক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মেয়র আতিকুল ইসলাম। সভায় ডিএমপির কমিশনার, সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা থাকবেন বলে ডিএনসিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ৩ জুলাই দুই সিটি করপোরেশন ঢাকার তিনটি মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৯/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়