ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ট্রাম্পের সঙ্গে বৈঠক নয়’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ট্রাম্পের সঙ্গে বৈঠক নয়’

আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো বৈঠক করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

পরমাণু চুক্তি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করতে প্রস্তুত আছেন জানানোর একদিন পর মঙ্গলবার এ কথা বললেন রুহানি।

সোমবার জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন,পরিস্থিতি ঠিক থাকলে তিনি রুহানির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।

পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয়টি দেশ পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে।  গতবছর ট্রাম্প ওই চু্ক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপরই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে।

মঙ্গলবার রুহানি জানিয়েছেন, ইরান সবসময় আলোচনার জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘তবে প্রথমে ইরানের ওপর আরোপিত সব অবৈধ, অন্যায্য ও পক্ষপাতদুষ্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত।’

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইতিবাচক পরিবর্তনের জন্য ওয়াশিংটনের কাছেই চাবি রয়েছে...তাই প্রথম পদক্ষেপ নিন...এই পদক্ষেপ ছাড়া এই তালা খুলবে না।’

তবে ফ্রান্সের বিয়ারিৎজেতে সংবাদ সম্মেলনে ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।


রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়