ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নুসরাত হত্যা মামলা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জুলাই

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নুসরাত হত্যা মামলা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জুলাই

ফাইল ফটো

ফেনী প্রতিনিধি : জেলার সোনাগাজী উপঝেলার আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পঞ্চম স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে শুনানির ষষ্ঠ দিনে সাক্ষ্যগ্রহণ শেষে আাদালত আগামী ৭ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

পাশাপাশি কেরোসিন তেল বিক্রেতা জসিম উদ্দিন, বোরকা দোকানদার লিটন ও তার কর্মচারী লোকমানকে সাক্ষ্যদানের জন্য হাজির থাকতে নির্দেশ দেন।

এর আগে সকাল ১১টায় মামলার ১৬ অভিযুক্ত আসামীকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আদালতে উপস্থাপন করা হয়।

এরপর মাদ্রাসার নৈশ প্রহরী মোস্তফার সাক্ষ্যগ্রহণ ও আসামী পক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়।

গত ২৭ জুন মামলার ৯২ জন সাক্ষীদের মধ্যে প্রথমে নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহণ দিয়েই শুরু হয়েছিল সাক্ষ্যগ্রহণ কার্যক্রম। পরে নুসরাতের সহপাঠি নিশাত, ফুর্তি, অধ্যক্ষের সহকারী নুরুল আমিন ও আজ মোস্তফার সাক্ষ্যগহণ সম্পন্ন হয়।


রাইজিংবিডি/ফেনী/৪ জুলাই ২০১৯/সৌরভ পাটোয়ারী/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়