ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেপালে বন্যায় ৩০ জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেপালে বন্যায় ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে,নেপালের ২১টি জেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এখনো অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছে এবং ১২ জন আহত হয়েছে।

টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, রাজধানী কাঠমান্ডুর রাস্তাঘাট বন্যার পানিতে প্লাবিত হয়েছে। উদ্ধারকর্মীরা বন্যাক্রান্ত বাড়িঘর থেকে লোকদের নৌকায় করে বের করে আনছে।

নেপাল পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শনিবার বিকেলে ৮৩১ জনকে সরিয়ে আনা হয়েছে।

জ্যেষ্ঠ পুলিশ সুপার রমেশ থাপা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেছেন, ‘দেশের বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চালাতে সব মিলিয়ে ২৭ হাজার ৮৩০ জন পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে।’


রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়