ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ৩০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শ্রম অধিদপ্তরে বৈঠকের পর দাবি-দাওয়া পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে শ্রম অধিদপ্তরে নৌযান শ্রমিক ফেডারেশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক প্রতিনিধিরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদারও বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দিনভর যাত্রীদের ভোগান্তির পর মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণাএলো।

এর আগে নৌযান শ্রমিকেরা শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছিলেন। চাঁদাবাজি বন্ধ, বর্ধিত বেতন, খাদ্যভাতা দেয়াসহ ১১ দফা দাবিতে তারা এ কর্মবিরতির ডাক দেয়।

এতে দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়েগেলে যাত্রীদের ব্যাপক ভোগান্তি হয়। মংলা ও চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামাও ব্যাহত হয়।

 

ঢাকা/এন এ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়