ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ন্যাশনাল সার্ভিসে কর্মসংস্থান ১ লাখ ১০ হাজার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ন্যাশনাল সার্ভিসে কর্মসংস্থান ১ লাখ ১০ হাজার

সংসদ প্রতিবেদক : ন্যাশনাল সার্ভিসের আওতায় এক লাখ ১০ হাজার ৩৫১ জনকে জাতিগঠনমূলক কাজে সম্পৃক্ত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

মঙ্গলবার জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৩৫১ জনকে জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দুই বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে। অস্থায়ী কর্মসংস্থান শেষে অনেকে স্থায়ী কর্মসংস্থান কিংবা আত্মকর্মী হওয়ার সুযোগ লাভ করেছে। পর্যায়ক্রমে দেশের সব উপজলায় পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষিত বেকার যুবকদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেছে। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের তিন বছরে ৫৫ হাজার ৮৮৪ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার মধ্যে ৪৯ হাজার ৩০৬ জন দুই বছরের অস্থায়ী কর্মে নিয়োজিত রয়েছে।

এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়