ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভাষাসৈনিক সুলতান বইমেলা।

পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে জেলা প্রশাসন এই বই মেলার আয়োজন করেছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সফিউল্লাহ রিপনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেলায় স্থানীয় ও জাতীয় লেখকদের নতুন ও পুরনো বই নিয়ে ২২টি স্টল রয়েছে। প্রতিদিন মেলার মঞ্চে থাকবে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান।

 

পঞ্চগড়/আবু নাঈম/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়