ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে যুবক খুন

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে যুবক খুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায়  জমি সংক্রান্ত বিরোধে কবির বয়াতি (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।  

শনিবার রাত ৮টার দিকে  উপজেলার কনকদিয়া ইউপির কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় এক কুদ্দুস নামে এক জনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী আকলিমা জানান, প্রায় এক মাস পূর্বে প্রতিবেশি কুদ্দুস হাওলাদার ও খালেক মোল্লা গংদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আকলিমার ছেলে সজিব হাওলাদারকে রাতে ঘরে ঢুকে কুপিয়ে জখম করে খালেক মোল্লা গংরা। বিষয়টি মিমাংসার জন্য জমির কাগজপত্র নিয়ে শনিবার সন্ধ্যায় নিহত কবির বয়াতি বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদারের রওনা হয়।

পথিমধ্যে স্থানীয় হাওলাদার বাড়ীর সামনে পৌছালে প্রতিবেশি সরোয়ার, খালেক মোল্লা, কুদ্দুস হাওলাদার, মজিবুর মোল্লা, কামাল মোল্লা, রানা হাওলাদার, সজল হাওলাদার, আবু হাওলাদার ও নুরুল চৌকিদার কবির বয়াতিকে ধরে বাড়িতে নিয়ে যায়। ওই সময় চিৎকার করলেও কেউ ভয়ে এগিয়ে আসেনি। পরে খালেক মোল্লার ঘরে ঢুকিয়ে কবির বয়াতিকে হাত পায়ে ও মাথায় কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় এনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কবিরকে বাউফল হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পরে বাউফল হাসপাতালের কর্তব্যরত চিকিৎস্যক ফয়সাল আহম্মেদ তার মৃত ঘোষনা করেন।

বাউফল থানার অফিসার উনর্চাজ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সাথে জরিত কুদ্দুস হাওলাদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাইজিংবিডি/পটুয়াখালী/৮ সেপ্টেম্বর ২০১৯/বিলাস দাস/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়