ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পটুয়াখালীতে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালীতে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮ জন সুস্থ হয়ে বাসায় গেছেন। আর ২৩ জন চিকিৎসাধীন।

গত ২১ জুলাই পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত প্রথম রোগী ভর্তি হয়। তবে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরীক্ষা-নিরীক্ষার সু-ব্যবস্থা না থাকায় বাইরের ডায়াগনেস্টিক সেন্টার থেকে ব্যয়বহুল পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। 

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর বিষয়ে আতঙ্কিত না হয়ে মশার বংশ বিস্তার রোধে সচেতন হতে হবে। বসবাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ও সবাইকে মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু আক্রান্ত সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জেলা সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, জেলার আটটি উপজেলায় আট জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলার সব ডায়াগনেস্টিক সেন্টারে ডেঙ্গুর পরীক্ষার জন্য সরকারিভাবে নির্ধারিত ফি ৫০০ টাকা নেয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। 

 

রাইজিংবিডি/পটুয়াখালী/৩ আগস্ট ২০১৯/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়