ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদ পেতে অনশনে ছাত্রদলের বিবাহিতরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ৩০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 পদ পেতে অনশনে ছাত্রদলের বিবাহিতরা

ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সদ্য বিদায়ী কমিটির অর্ধশতাধিক বিবাহিত নেতাকর্মী।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশমুখে তারা অনশন কর্মসূচি পালন শুরু করেন।

আমরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সহ-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, আমার কয়েক দিন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। তারা আমাদের বলে দিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিতদের রাখা হবে না।

অনশনকারীরা জানান, তারা বাধ্য হয়ে আমরণ কর্মসূচি পালন করছেন।

ছাত্রদলের এক নেতা বলেন, এই কর্মসূচি পালন করার আগে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। কিন্তু কেউ আমাদের সুস্পষ্ট আশ্বাস দিতে পারেননি। তাই আমাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে কর্মসূচি পালন করছি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সহ-সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল বলেন, বিবাহ বিষয়টা একান্তই ব্যক্তিগত। এটা কখনো সংগঠন পরিপন্থী হতে পারে না। তবে বিবাহিত কোনো ছাত্রনেতা যদি অবিবাহিত নেতাদের চেয়ে সংগঠনে বেশি সময় দিতে পারেন এবং ত্যাগ শ্রম দিতে পারেন তাহলে সংগঠন কেন তাকে বঞ্চিত করবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুর রহমান বলেন, ছত্রদলের গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে, বিবাহিতরা সংগঠন করতে পারবে না।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে ২৮ বছর পর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হন ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল।


ঢাকা/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়