ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার প্রচারণা গুজব

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার প্রচারণা গুজব

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু নির্মান কাজে মানুষের মাথা লাগবে, এই কথা সম্পূর্ণ গুজব। এর কোন সত্যতা নেই বলে জানিয়েছে পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মান কাজে মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এটি একটি গুজব। এর কোন সত্যতা নেই। এমন অপপ্রচার আইনত দন্ডনীয় অপরাধ।

এ ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করেন প্রকল্পটির পরিচালক।

উল্লেখ্য, পদ্মা সেতুর নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মূল সেতুর ২৯৪ টি পাইলের মধ্যে ২৯২ টি শেষ হয়েছে। ৮২ টি পিয়ারের মধ্যে ইতোমধ্যে ৩০ টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪ টি স্প্যান স্থাপন করা হয়েছে যা এখন দৃশ্যমান।

৩০ শে জুন পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮১ শতাংশ, নদীশাসন কাজের অগ্রগতি ৫৯ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ।


রাইজিংবিডি/ ঢাকা/৯ জুলাই ২০১৯/হাসিবুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়