ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পদ্মা সেতুর পাইল ড্রাইভের কাজ শেষ

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মা সেতুর পাইল ড্রাইভের কাজ শেষ

মুন্সীগঞ্জ সংবাদদাতা : দ্রুত গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতু নির্মাণ কাজ। এ সেতুর সবশেষ পাইল ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে সোমবার।

সেতুর ২৬ নম্বর পিলারের ৭ নম্বর পাইল ড্রাইভের কাজ শুরু হয় রোববার। শেষ হয় সোমবার সকালে। এ নিয়ে সেতুর ২৯৪ পাইল ড্রাইভের সবগুলোর কাজই সম্পন্ন হলো।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতুতে মোট পাইল ড্রাইভ ২৯৪টি। ইতোমধ্যে ২৯৩টির কাজ শেষ হয়। আজ সোমবার শেষ পাইল ড্রাইভের কাজ সম্পন্ন হলো।

প্রসঙ্গত, পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে ৩০টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। স্থায়ী ১২টি ও অস্থায়ী দুটি মিলিয়ে মোট ১৪টি স্প্যান বসেছে। এতে এখন মূল সেতুর ২১০০ মিটার দৃশ্যমান হচ্ছে।

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/১৫ জুলাই ২০১৯/শেখ মোহাম্মদ রতন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়