ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পরমাণু স্থাপনায় গ্যাস প্রবেশ করাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরমাণু স্থাপনায় গ্যাস প্রবেশ করাবে ইরান

পরমাণু চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ধাপে ধাপে স্থগিত রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে  ফোরদু পরমাণু স্থাপনায় গ্যাস প্রবেশ করানো শুরু করবে ইরান। বুধবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন।

পরমাণু সমঝোতায় বলা হয়েছে, ইরান ফোরদু স্থাপনায় এক হাজার ৪৪টি সেন্ট্রিফিউজ বসাতে পারবে, কিন্তু সেখানে গ্যাস প্রবেশ করাতে পারবে না।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে রুহানি বলেছেন, পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি হ্রাসে ইরান নতুন পদক্ষেপ হিসেবে ফোরদু স্থাপনায় এক হাজার ৪৪টি সেন্ট্রিফিউজে গ্যাস প্রবেশ করানো শুরু করবে।

চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন শুরু করলে ইরান তার অবস্থান থেকে সরে আসবে বলেও জানান রুহানি।

তিনি বলেন,‘ফারদোর বেলায় তাদের স্পর্শকাতরতার বিষয়টি আমরা জানি। এই সেন্ট্রিফিউজগুলোর ক্ষেত্রে আমরা জানি। তবে একই সময় তারা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আমরা গ্যাস প্রবেশ করানো বন্ধ করবো। ...তাই এই পদক্ষেপের বিপরীতও সম্ভব।’

তিনি আরো বলেন, ‘তারা তাদের প্রতিশ্রুতি পালন করবেন না, আর আমরা একতরফাভাবে আমাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়ন করব তা হতে পারে না।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়