ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরিত্যক্ত ম্যাচে লারার রেকর্ড ছুঁতে পারেননি গেইল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিত্যক্ত ম্যাচে লারার রেকর্ড ছুঁতে পারেননি গেইল

ক্রীড়া ডেস্ক : বৃষ্টির কারণে নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়নি টস। দেরিতে টস হলেও তাতে হেরে ব্যাটিয়ে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ভারতের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে গতকাল কিংবদন্তি ব্রায়ান লারার ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁতে পারেনি ক্রিস গেইল।

গায়নায় আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩ ওভার খেলতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টি বাড়ায় আর খেলা অনুষ্ঠিত হয়নি। ফলে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়। ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান করতে সক্ষম হয়ছিল স্বাগতিক উইন্ডিজ।

গতকাল ব্যাট হাতে মাত্র ১১ রান করলেই ব্রায়ান লারার ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারতেন গেইল। কিন্তু ৩১ বল মোকাবিলা করলেও ৪ রানের বেশি করতে পারেননি ক্যারিবীয় এ ব্যাটিং দানব। তাই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে অপেক্ষা বাড়ল ৩৯ বছর বয়সি এ তারকার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে ১০ হাজার ৩৪৮ রান নিয়ে শীর্ষ অবস্থানটি ধরে রেখেছেন লারা। মাত্র ৭ রান পিছিয়ে ১০ হাজার ৩৪১ রান নিয়ে পরের অবস্থানে রয়েছেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব গেইল। তবে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে না পারলেও দেশটির হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা লারার ২৯৫ ম্যাচের রেকর্ড ছাড়িয়েছেন গেইল।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়