ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরিবহন শ্রমিকদের ধর্মঘট দুঃখজনক : আইনমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিবহন শ্রমিকদের ধর্মঘট দুঃখজনক : আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘট দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে বাসের ধাক্কায় মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের আদালত আসামি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আদালতের রায়ের প্রেক্ষাপটে পরিবহন শ্রমিকরা সারাদেশে ধর্মঘটের ডাক দেয়।

পরিবহন শ্রমিকদের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী পরিবহন ধর্মঘটকে ‘দুঃখজনক বিষয়’ বলে অভিহিত করেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, রায়ের প্রেক্ষাপটে ধর্মঘট দুঃখজনক। যারা ধর্মঘট করছেন তাদের উদ্দেশে আমি কেবল এটুকু বলতে চাই, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে আদালতের সামনে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। আইনে সেই বিধান আছে।’

আনিসুল হক বলেন, ‘জনগণকে কষ্ট না দিয়ে বক্তব্য থাকলে সেটা স্পষ্ট করেন, যদি সেটা যুক্তিসঙ্গত হয়, তাহলে আমি বলতে পারি, এটা দেখা হবে। কিন্তু যদি অযৌক্তিক হয়, তাহলে এটা দেখা হবে না।’

রায়ের বিরুদ্ধে ধর্মঘট করা আদালতের অবমাননা কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আদালত অবমাননা কিনা, সেটা নির্ভর করে, আদালত এটাকে কীভাবে গ্রহণ করবে তার ওপর। অবমাননার ব্যাপারটা আদালতের বিবেচ্য। আদালত যদি মনে করে, আমি এটা ধর্তব্যের মধ্যে ধরব না, তাহলে এটা অবমাননা মনে করবেন না। এটাই আইন। আর যদি তিনি অবমাননা মনে করেন, তাহলে এটা অবমাননা হবে।’

এ সময় জনগণকে কষ্ট না দিয়ে পরিবহন ধর্মঘট আহ্বানকারীদের কোনো বক্তব্য থাকলে তা আদালতের সামনে উপস্থাপনের পরামর্শ দেন আইনমন্ত্রী।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়