ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে না : জিএম কাদের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে না : জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না। সরকারকে এদিকে আরো দৃষ্টি দিতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়লে এটা হবে উদ্বেগজনক।

রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে তি‌নি এসব কথা ব‌লেন।

কাদের বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমি মনে করিনা।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ, জয়নাল আবেদিন, সোলায়মান সামি, দ্বীন ইসলাম শেখ উপস্থিত ছিলেন।


রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/০৪  আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়