ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পল্টন-মতিঝিলে সড়ক গাড়ির দখলে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পল্টন-মতিঝিলে সড়ক গাড়ির দখলে

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হলেও রাস্তা এখন গাড়ির দখলে। পল্টন-মতিঝিলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও চাকুরিজীবীদের গাড়ি ও মোটর সাইকেল ফুটপাত ঘেষে সড়কেই রাখা হয়েছে। 

সোমবার সরেজমিনে দেখা যায়, মতিঝিল শাপলা চত্বর থেকে দৈনিক বাংলার মোড়, বায়তুল মোকাররম ও পল্টনে রাস্তার ওপর মাইক্রোবাস, প্রাইভেট কার ও মটরসাইকেল পার্ক করে  রাখা হয়েছে।

মতিঝিলে কথা হয় আবির হোসেন নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, ‘রোববার থেকে মতিঝিলের ফুটপাত কিছুটা ফাঁকা হয়েছে। তবে রাস্তার দুই পাশেই প্রাইভেট গাড়ি রাখা হয়েছে। এছাড়া রয়েছে বাস ও মটরসাইকেল। হকার উচ্ছেদ করায় এখন গাড়িগুলো দখলে রেখেছে রাস্তা।’ 

মতিঝিলে কথা হয় গাড়িচালক সবুর হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘রাস্তা খালি। স্যার গাড়ি রাখতে বলছেন, তাই রেখেছি। ’ 

ডিএসসিসির পার্কিং থাকলেও রাস্তায় কেন গাড়ি রাখছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পার্কিংয়ে গাড়ি রাখলে নির্দিষ্ট  পরিমান অর্থ দিতে হয়। রাস্তায় রাখলে কোন টাকা দিতে হয় না। তাই স্যার এখানে রাখতে বলেছেন। এখানে ঘণ্টা খানেক থাকবো। স্যারের মেয়েকে ভার্সিটিতে আনতে যেতে হবে। তাই এখানে গাড়ি রেখেছি।’

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘মতিঝিলের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। রাস্তার পাশে কিংবা ফুটপাতে কোন গাড়ি রাখা যাবে না। যারা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’    

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/আসাদ/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়