ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাঁচ বছরের শিশুকে নদীতে ছুঁড়লেন সৎ মা

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ বছরের শিশুকে নদীতে ছুঁড়লেন  সৎ মা

নিজস্ব প্রতিবেদক, সিলেট: পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে সুরমা নদীতে ছুঁড়ে ফেললেন সৎ মা। এলাকাবাসীর সহায়তায়  পুলিশ পাষণ্ড সৎ মা সালমা বেগমকে (২৮) আটক করতে পারলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে কন্যা শিশু মায়া (৫)।

শুক্রবার বিকেলে শহরতলীর কুমারগাঁওয়ে সুরমা নদীর শাহজালাল সেতু-২ এর ওপর থেকে নদীতে মায়াকে ছুঁড়ে ফেলেন সালমা বেগম। ঘটনার পর এলাকাবাসী তাকে ধরে পুলিশে ধরিয়ে দেয়।

খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরি দল সুরমা নদীর সেই সেতুর নীচে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন দমকল বাহিনী।

নিখোঁজ মায়া সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে। পরিবারে ঝগড়ার জেরেই সতীনের মেয়েকে নদীতে ফেলে দেন তিন সন্তানের জননী সালমা, এমনটি জানিয়েছে পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াকিল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।


রাইজিংবিডি/ সিলেট/০৫ জুলাই ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/ সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়