ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পাঞ্জাবের নির্বাচনে রূপান্তরকামী!

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঞ্জাবের নির্বাচনে রূপান্তরকামী!

রূপান্তরকামী মুমতাজ

ডেস্ক রিপোর্ট : পাঞ্জাবের নির্বাচনে এবার প্রার্থী হলেন রূপান্তরকামী। মুমতাজ নামের এই রূপান্তরকামী পাঞ্জাবের ভুচো মান্ডি কেন্দ্র থেকে বহুজন সমাজ পার্টির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন । বলা হচ্ছে, এখানে তিনি প্রথম রূপান্তরকামী প্রার্থী ।

১৯৯৪ সালে ভারতের সংবিধানে রূপান্তরকামী ও বৃহন্নলাদের ভোটের অধিকার স্বীকৃতি পায়। তারপর থেকে গোটা ভারতে ২৬ বছরে মাত্র একজনকেই বিধানসভায় দেখা গেছে। তিনি ১৯৯৮ সালে মধ্যপ্রদেশের বিধানসভায় ঠাঁই পেয়েছিলেন। মুমতাজের আশা, সেই তালিকায় এবার তার নামও যোগ হবে ।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর প্রতি এই রূপান্তরকামী  অন্ধ অনুরক্ত।বললেন, ‘‌মায়াবতীকে ধন্যবাদ। তিনি আমাকে খুবই পছন্দ করেন। তার জন্যই আজ সমাজের সর্বস্তরের মানুষ আমাকে সাদরে গ্রহণ করছেন। মায়াবতী আমাদের জীবনে ঈশ্বরের মতো।’ ‌গত ১১ বছর ধরে বিএসপি–র হয়ে কাজ করছেন মুমতাজ।

২০১১ সালের গণনা অনুযায়ী, উত্তরপ্রদেশে রযেছেন মোট ১০,২৯৪ জন রূপান্তরকামী মানুষ। যার মধ্যে ভোটাধিকার রযেছে মাত্র ২৯৪ জনের ।

তথ্যসূত্র : আজকাল (কলকাতা)

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়