ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাটকল শ্রমিকদের সমর্থন গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাটকল শ্রমিকদের সমর্থন গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর

অনশনরত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো।

বুধবার গার্মেন্টস সংগঠনগুলোর নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ দাবিগুলো দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘পাটকল শ্রমিকদের ন্যায্য সকল দাবির প্রতি পূর্ণসমর্থন জানাচ্ছি। পাটকলগুলোকে নিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বেসরকারিকরণের চক্রান্ত বাতিল, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা দেওয়া, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ করা, ছুটি নিশ্চিতকরণ ইত্যাদি দাবিতে পাটকল শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। অনশনে দুই জন শ্রমিককে জীবনও দিতে হয়েছে। অথচ সরকার এ ব্যাপারে এখনও কোনো সমাধান দিতে পারেনি। মালিক শ্রেণিও একের পর এক পাটকলের শ্রমিকদের বঞ্চিত করে যাচ্ছে। এগুলোর সুরাহা অবিলম্বে করার জন্য বিজিএমসি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি।”

চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, গার্মেন্টস শ্রমিক সংহতির প্রধান তাসলিমা আখতার, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সভাপতি বিপ্লব ভট্টাচার্য্য, গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা প্রদীপ রায়, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা বিপুল কুমার দাস, ওএসকে গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের নেতা ইয়াসিন মিয়া, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা মীর মোস্তাক হোসেন, জাতীয় সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা এএসএস ফয়েজ হোসেন।


ঢাকা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়