ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পিরোজপুরে পত্রিকা বিক্রি বন্ধ

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৬, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিরোজপুরে পত্রিকা বিক্রি বন্ধ

করোনাভাইরাস সংক্রমণরোধে পিরোজপুরে পত্রিকা বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় এজেন্টরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরে পত্রিকা বিক্রির অন্যতম এজেন্ট আলম বইঘরের স্বত্বাধিকারী মনির হোসেন।

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে। এছাড়া হকারদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু হকাররা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করেন, এতে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাছাড়া মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ থাকবে, তাই পত্রিকা বিক্রিও কম হবে।

পত্রিকা বিক্রির এজেন্ট পিয়াল এন্টারপ্রাইজের ওবায়েদুর রহমান নিটু জানান, তারা সম্মিলিতভাবে পত্রিকা বিক্রির বন্ধের ঘোষণা দিয়েছেন এবং পত্রিকা অফিসের সার্কুলেশন বিভাগ ও স্থানীয় প্রতিনিধিদের মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন।

সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করেছে।


কুমার শুভ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়