ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুঁচকে নরউইচের কাছে চ্যাম্পিয়ন সিটির হার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঁচকে নরউইচের কাছে চ্যাম্পিয়ন সিটির হার

ক্রীড়া ডেস্ক : এক দল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। আরেক দল তিন বছর পর উঠে এসেছে প্রিমিয়ার লিগে। সেই নরউইচ সিটির কাছে ৩-২ গোলে হেরে গেছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

প্রিমিয়ার লিগে হারের স্বাদটাই যেন ভুলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। গত জানুয়ারিতে নিউক্যাসলের মাঠে হেরেছিল ২-১ গোলে। এরপর টানা ১৪ ম্যাচ জিতে গত মৌসুমের শিরোপা ঘরে তোলে পেপ গার্দিওলার দল।

এই মৌসুমেও প্রথম চার ম্যাচের তিনটিই জিতেছিল সিটি। একটি হয়েছিল ড্র। শনিবার তাদের ১৮ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই ধুঁকেছে সিটি। অতিথিদের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে প্রথম আধা ঘণ্টার মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক নরউইচ।

১৮ মিনিটে নরউইচের হয়ে গোলের সূচনাটা করেন কেনি ম্যাকলিন। এমিলিয়ানো বুয়েন্দিয়ার কর্নার থেকে বল জালে পাঠান তিনি। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন টড কান্টওয়েল।

প্রথমার্ধের শেষ মিনিটে সার্জিও আগুয়েরোর হেড গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট যেতে না-যেতেই আবার গোল খেয়ে বসে তারা। নরউইচের তৃতীয় গোলটি করেন টিমু পুক্কি। দুই মিনিট বাকি থাকতে রদ্রিগোর গোলে শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পারে সিটি।

দিনের অন্যান্য ম্যাচে লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে, ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে লেস্টার সিটিকে, চেলসি ৫-২ গোলে হারিয়েছে উল্ভসকে। টটেনহাম ৪-০ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।

ম্যানচেস্টার সিটির হারে পাঁচ পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইয়ুর্গেন ক্লপের দল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। পরের চারটি স্থানে থাকা টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড, লেস্টার সিটি, চেলসির সমান ৮ পয়েন্ট।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়