ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুলিশ কর্মকর্তার স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ কর্মকর্তার স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় শারমিন সুলতানা রিমা (২৪) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে এসিড মেরে ঝলসে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার বিকেল ৫টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

এসিড আক্রান্ত রিমা ঝালকাঠি জেলার রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতানের স্ত্রী। তিনি পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকার রফিকুল ইসলাম জুলুর মেয়ে।

রিমার বাবা রফিকুল ইসলাম জুলু জানান, স্বামীর দূরে পোস্টিংজনিত কারণে গত কয়েকমাস যাবত তার বাড়িতেই দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিলো রিমা। দুপুরে খেয়ে সে এক ঘরে এবং তার মা অন্য ঘরে ঘুমিয়ে ছিল। বিকেল ৫টার দিকে ঘরের মধ্যে ঢুকেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার মুখসহ শরীরের বিভিন্ন অংশে এসিড ঢেলে দিয়ে পালিয়ে যায়। এতে তার মুখ বুক ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন  ইউনিটে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা।

তিনি জানান, তার জামাই ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। আর তারা মেয়েকে নিয়ে ঢামেকের উদ্দেশে রওয়ানা হচ্ছেন। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল হাসেম জানান, কেউ এখনো অভিযোগ দেয়নি। তবে, খোঁজ খবর নিয়ে দেখবেন।



রাইজিংবিডি/সাতক্ষীরা/ ২০ মে ২০১৭/এম.শাহীন গোলদার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়