ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পৃথক আগুনের ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৃথক আগুনের ঘটনায় নিহত ১

খুলনায় এক রাতে তিন পৃথকস্থানে আগুন লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন।

রোববার দিবাগত গভীর রাতে পৃথক পৃথক সময় আগুন লাগার ঘটনাগুলো ঘটে।

এর মধ্যে মহানগরীর হরিণটানা থানার শ্মশানঘাট এলাকায় আগুনে পুড়ে বৃদ্ধা ভিক্ষুক (৬০) নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরীর হরিণটানার শ্মশান ঘাট এলাকার এক কুঁড়েঘরে আগুন লাগে। খবর পেয়ে খুলনা সদর স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে এক ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীরা জানান, তিনি পেশায় ভিক্ষুক ছিলেন। শ্মশান ঘাট এলাকায় এক কুঁড়েঘরে একা বসবাস করতেন তিনি।

অপরদিকে, রাত ১টার দিকে রূপসা স্ট্যান্ড রোডের তেরোগোলার কোকাকোলা গোডাউনের পাশের স-মিলের কাঠের আড়তে আগুন লাগে। এতে রূপসা নদীর পার পর্যন্ত প্রায় ৮-১০টি জ্বালানি কাঠের দোকান পুড়ে যায়।

খবর পেয়ে নগরীর টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সেখানে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, রাত ১টার দিকে দিঘলিয়ার জামান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে খুলনা ভৈরব নদীর সাইট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কায়েমুর জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, হরিণটানা থানার শ্মশান ঘাট এলাকায় এক কুঁড়েঘরে আগুন নেভানোর পর এক বৃদ্ধার মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। তার বয়স আনুমানিক ৬০ বছর। প্রাথমিকভাবে তার নাম বা পরিচয় পাওয়া যায়নি।


খুলনা/নূরুজ্জামান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়