ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পেকুয়া উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেকুয়া উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে জাহাঙ্গীর আলমকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

২০১৭ সালের ১৩ আগস্ট তিনটি আগ্নেয়াস্ত্র ও নগদ ১৭ লাখ টাকাসহ জাহাঙ্গীর আলমসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই ঘটনায় র‌্যাব বাদী হয়ে পেকুয়া থানায় চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ৯ মে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। জাহাঙ্গীর আলম পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি। 

গত ২৪ মার্চ পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।


রাইজিংবিডি/কক্সবাজার/৭ আগস্ট ২০১৯/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়