ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘প্রতিটি খেলোয়াড় প্রাইজমানির অপেক্ষায় থাকে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতিটি খেলোয়াড় প্রাইজমানির অপেক্ষায় থাকে’

এবারের বিপিএলে ছিল না কোনো প্রাইজমানি। চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস পেয়েছে শুধু ট্রফি। দলটির অধিনায়ক আন্দ্রে রাসেল বলছেন, এই ধরনের টুর্নামেন্টে সব খেলোয়াড়ই প্রাইজমানির অপেক্ষায় থাকেন।

মিরপুর শের-ই-বাংলায় শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রাইজমানি না থাকার বিষয়টি মনে করিয়ে দিলে রাসেল বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতিটি খেলোয়াড় প্রাইজমানির জন্য অপেক্ষা করে। তবে আমার কাছে টুর্নামেন্ট জেতাটাই সব।’

‘হয়তো মনে হতে পারে আমি অর্থ পছন্দ করি না । আমি কেবল এটি নিশ্চিত করতে চাই যে, স্থানীয় ছেলেরা যারা আমাদের ব্যাগগুলো টেনেছে এবং সর্বদা দলের আশেপাশে থেকেছে, তাদের যেন যত্ন নেওয়া হয়। তারা যেন কিছু বোনাস পায়। স্থানীয় খেলোয়াড়দের যত্ন নেওয়া হলেই আমি খুশি। এটিই বেশি গুরুত্বপূর্ণ’- যোগ করেন রাসেল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের বিপিএলে ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। দলগুলো পরিচালনার জন্য নেওয়া হয়েছিল স্পন্সর। সবগুলো দলের মালিক বিসিবি। তাই কোনো প্রাইজমানি দেওয়া হবে না বলে জানিয়েছিল বোর্ড।


ঢাকা/পরাগ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়