ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রতিবন্ধী শিশুদের গণহত্যা দিবস পালন

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিবন্ধী শিশুদের গণহত্যা দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজী ঝাড়গাঁওয়ে অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিশুরা গণহত্যা দিবস পালন করেছে।

শনিবার দুপুরে কালরাত একাত্তরের গণহত্যায় নিহতদের স্মরণে প্রতিবন্ধী শিশুরা একটি র‌্যালি  বের করে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ৯ নম্বর রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, শিক্ষক করিমুল হক, শিল্পী নেহার বানু, বিলকিস নাহার প্রমুখ।

বক্তারা এ সময় প্রতিবন্ধী শিশুদের ২৫ মার্চ রাতের বিভীষিকাময় নির্যাতন, খুনের কথা তুলে ধরেন এবং ২৫ মার্চ সম্পর্কে শিশুদের ধারণা দেওয়া হয়।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৫ মার্চ ২০১৭/তানভীর হাসান তানু/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়