ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতিমন্ত্রী পলক সিলেট আসছেন আজ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিমন্ত্রী পলক সিলেট আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট: পাঁচটি পৃথক অনুষ্ঠানে যোগ দিতে আজ সিলেট আসছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

সফরসূচী অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১টা ১০ মিনিটের সময় ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

প্রতিমন্ত্রী সিলেটে বিকেল ৩টায় নগরীর আরামবাগের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল ৩ টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি) সহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক বিভাগীয় সেমিনারে অংশ নিবেন।

এছাড়া প্রতিমন্ত্রী পলক বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে আইপি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৫ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর সংশিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট কোতয়ালী থানা কন্ট্রোল রুম পরিদর্শন করবেন।

রাত সাড়ে ৮টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. সাইফুল ইসলামের পাঠানো এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তাও তার সফরসঙ্গী হবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।




রাইজিংবিডি/ সিলেট/ ২০ জুন ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়