ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রত্যেকের মধ্যে দেশপ্রেম থাকতে হবে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রত্যেকের মধ্যে দেশপ্রেম থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ করেনি তাদের কিছুই করার নেই, সেটা ভাবা একদম ভুল। দেশের জন্য বাপের আমলে বাপেরা করেছে এখন সন্তানদের আমল, সন্তানেরা করবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনিস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ ইউনিভার্সিটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, দেশের প্রত্যেক নাগরিকের মনের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। আমরা যারা দেশকে ভালোবেসে যুদ্ধ করেছি, বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছি; ঠিক তেমনি বর্তমান প্রজন্মের কাছেও আমার আশা থাকবে দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করুক।

তিনি বলেন, দেশ সেবা সবাই করতে পারে না। তাই নিজ নিজ অবস্থান থেকে দেশ সেবা করতে হবে।

মন্ত্রী বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, আমরা বীরের জাতি। আমরা ৭১-এর যুদ্ধের সময় পাকিস্তানিদের আমাদের পায়ে ধরে আত্মসমর্পণ করিয়েছি। তাই আমাদের সবাইকে বীরের সন্মান দিতে হবে, শহীদদের শ্রদ্ধা করতে হবে, ইতিহাসের চর্চা করতে হবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আজ বাংলাদেশ ইউনিভার্সিটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি কথা দিচ্ছি যেকোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো সমাধানের চেষ্টা করব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়