ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

বৃষ্টিভেজা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল। ছবি: ব্ল্যাকক্যাপস টুইটার

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

 

বৃষ্টির পেটে তৃতীয় দিন: বৃষ্টি ও ঝড় হাওয়ার কারণে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে ফাইনাল সেশন পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। শেষ সময় পর্যন্ত অপেক্ষার পর স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দুই দলের দারুণ প্রতিযোগিতায় শেষ দুটি দিন ভালোই জমে উঠেছিল। গত দুই দিনে ক্রাইস্টচার্চে মোট ১৭ উইকেট পতন হয়েছে। ফলাফলের জন্য এখনো দুটি গুরুত্বপূর্ণ দিন বাকি রয়েছে।


ক্রাইস্টচার্চে বৃষ্টি ঝরছেই: লাঞ্চ বিরতির নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও বৃষ্টি থামেনি ক্রাইস্টচার্চে। বরং স্থানীয় সময় দুপুর ২টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) দিকে আরো বাড়ে বৃষ্টির দাপট।

বৃষ্টিতে পণ্ড প্রথম সেশন: ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে তৃতীয় দিনের প্রথম সেশন। টানা বৃষ্টিতে দিনের খেলাই শুরু হতে পারেনি। স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) নেওয়া হয় লাঞ্চ বিরতি।



ক্রাইস্টচার্চে বৃষ্টির বাগড়া: বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা ১৯ ওভার আগে শেষ হয়েছিল। ঘাটতি পুষিয়ে নিতে তৃতীয় দিনের খেলা আজ স্থানীয় সময় বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ৩৭ মিনিট) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি।

প্রথম ইনিংসে লিড নিতে পারবে বাংলাদেশ?: বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যাওয়ার সময় সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। সাকিব নিজের মাত্র ৯ বলের মধ্যে তুলে নেন নিউজিল্যান্ডের ৩ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড দিন শেষ করে ৭ উইকেটে ২৬০ রানে। স্বাগতিকরা তখনো পিছিয়ে ২৯ রানে। কিউইদের দ্রুত অলআউট করে দিয়ে প্রথম ইনিংসে লিড নিতে পারবে বাংলাদেশ?

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়