ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রথম বলে তেড়েফুঁড়ে ছক্কা মারার রহস্য জানালেন মাহমুদউল্লাহ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম বলে তেড়েফুঁড়ে ছক্কা মারার রহস্য জানালেন মাহমুদউল্লাহ

৬২ রানের ঝকঝকে ইনিংসে দলকে জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরির ইনিংসে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

দুই হাফ সেঞ্চুরির মাঝে কেটে গেছে প্রায় তিন বছর সময়, খেলেছেন ২৪ ইনিংস। মাঝের সমটার কথা মনে করিয়ে দিতেই বিমর্ষ এ অলরাউন্ডার।

অবশ্য মাঝের সময়টায় মাহমুদউল্লাহ নিষ্প্রভ ছিলেন না। তবে যে সময়ে ব্যাটিংয়ে আসেন, ওখান থেকে বড় ইনিংস খেলতে পারা যায় সামান্যই। এ সময়ে চল্লিশোর্ধ ইনিংস খেলেছেন ছয়টি। যার প্রতিটিতেই দল পেয়েছে ফল।

নিজের মাইলফলকের থেকে মাহমুদউল্লাহর নজর দলের ফলাফলেই, ‘ব্যক্তিগত মাইলফলক গোনায় ধরি না। দল জিতেছে কি না, সেটা বড় বিষয়। আমি সব সময় দলের জন্য খেলার চেষ্টা করি। দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। টি-টোয়েন্টি খেলাটাই এমন যে কখনো হয়তো বা ১০ বলে ২০ বা ৩০ রান করে ম্যাচ জেতানোর সুযোগ থাকে। সেগুলোই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন ম্যাচ জিতবেন সেটাই আপনাকে বেশি আনন্দ দেবে।’

সাকিব রায়ান বার্লের সোজা ডেলিভারিতে ক্যাচ দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে মুখোমুখি প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ। প্রথম বল থেকেই আগ্রাসী মনোভাব। শেষ ওভারে আউট হওয়ার আগে ওই মনোভাব টিকে ছিল। ৪১ বলে এক চার ও পাঁচ ছক্কায় সাজান ৬২ রানের ইনিংস। নিজের ইনিংসের রহস্য জানাতে গিয়ে ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘আসলে পরিকল্পনাই ছিল এমন ব্যাটিং করব। বিশেষ করে ড্রেসিংরুমে যখন আমি ছিলাম তখন মাথায় ছিল ওরকম যদি সুযোগ পাই তাহলে প্রথম বলেই একটা সুযোগ নেব। আমি শুধু সেটা কাজে লাগানোর চেষ্টা করছিলাম।’

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই পাওয়ার হিটিং। বোলারের ওপর আগ্রাসন দেখানো।  ভালো বল জায়গা বানিয়ে বড় শট খেলা। কিন্তু বাংলাদেশের সব ক্রিকেটারের ভরসা স্কিল। মাহমুদউল্লাহ শোনালেন একই কথা, ‘আমরা পাওয়ার হিটিংয়ের চেয়ে স্কিল ব্যাটিংয়ে অনেক বেশি পারদর্শী। স্কিল হিটিংয়ের দিকেই আমাদের বেশি নজর থাকে। আমি একটি ফুলটস বলে আউট হলাম। আরেকটা সম্ভবত মিস করেছি। এক দুইজন এমন মিস করেছে। শেষের দিকে স্কিল হিটিংয়ের চেয়ে কীভাবে পাওয়ার হিটিং বাড়ানো যায় ব্যাটিং কোচের সঙ্গে এগুলো নিয়ে কথা বলাই ভালো।’

ত্রিদেশীয় সিরিজে মাহমুদউল্লাহর ব্যাট হাসছে। সামনে ক্রিকেটে ভরা মৌসুমে আরো ধারাবাহিক হতে চান এই ব্যাটসম্যান, ‘আমাদের দায়িত্বটা বেশি। ধারাবাহিক পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। দল আমাদের থেকে এই জিনিসটা আশা করছে। আমরা এই বিষয়েই বেশি মনোযোগ দিচ্ছি।’


চট্টগ্রাম/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়