ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রথমবারের মতো ফাহমিদা-শহীদুল্লাহ ফরায়জী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবারের মতো ফাহমিদা-শহীদুল্লাহ ফরায়জী

ফাহমিদা নবী, শহীদুল্লাহ ফরায়জী

বিনোদন ডেস্ক : নন্দিত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর কথায় প্রথমবারের মতো গাইলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। মুরাদ নূরের সুর ও মুশফিক লিটুর সংগীতায়োজনে ‘আমি তোমার প্রেমে পড়িয়া/ বিনা জলে মরলাম ডুবিয়া’ এমন কথায় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি লং-প্লে স্টুডিওতে গানটির রেকর্ডিং ও ভিডিও ধারণ শেষ হয়েছে।

এ সম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘এতদিন ধরে গান গাইলেও নন্দিত ও গুণী গীতিকবি ফরায়জী ভাইয়ের কথায় কেন জানি গাওয়ার সুযোগ হয়নি। সুরকার মুরাদ নূরকে বিশেষ ধন্যবাদ, আমার আকাঙ্ক্ষিত গীতিকবির কথায় গান করার সুযোগ দেওয়ার জন্য। অসম্ভব সুন্দর কথার গানটিতে ফোক-মেলোডির সমন্বয়ে চমৎকার সুর করায় মুরাদ নূরের প্রতিশ্রুতিশীলতার সাক্ষর পেয়েছি।’

শহীদুল্লাহ ফরায়জী বলেন,  ‘গুণী সংগীত পরিবারের সন্তান ফাহমিদা আপা। তার কণ্ঠের মুগ্ধতা বরাবরই আমাকে আচ্ছন্ন করে, ইচ্ছে থাকা সত্বেও তার সঙ্গে কাজ করা হয়নি। ফাহমিদা আপাকে নিয়ে মুরাদ নূরের পরিকল্পনাটি আমার ইচ্ছে পূরণের একটি বিশেষ সুযোগ। ফাহমিদা আপার গাওয়া ও মুরাদ নূরের সুর, দুই মিলে শ্রুতিনন্দন একটি গান হয়েছে বলে আমার বিশ্বাস।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘বাংলা সংগীতাঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্রের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। প্রায় দুই বছর যাবৎ, ফরায়জী ভাইয়ের একক কথায় তারকা শিল্পীদের নিয়ে একটি বিশেষ অ্যালবাম করার প্রস্তুতি নিচ্ছি। ফাহমিদা আপার কণ্ঠদানের মাধ্যমে পরিকল্পনাটির বাস্তবায়ন শুরু হলো। খুব শিগগিরই অন্যান্য কণ্ঠশিল্পীরা বাকি গানে কণ্ঠ দিবেন।’

আগামী পয়লা বৈশাখে  এই অ্যালবামটি বাজারে আসবে বলেও জানিয়েছেন মুরাদ নূর।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়