ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রধানমন্ত্রীর হাতে ছাত্রলীগের ম্যাগাজিন জয় বাংলা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর হাতে ছাত্রলীগের ম্যাগাজিন জয় বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ছাত্রলীগের মাসিক ম্যাগাজিন জয় বাংলা’র প্রথম সংখ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে গণভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার মাঝে প্রধানমন্ত্রীর হাতে ছাত্রলীগের নতুন মাসিক ম্যাগাজিন ‘জয় বাংলা’ তুলে দেন প্রকাশক শফিকুল আলম রেজা ও সম্পাদক শেখ শামীম তূর্য। এ সময় প্রধানমন্ত্রী ম্যাগাজিনটি পড়ে দেখেন এবং বলেন, ‘ভালো হয়েছে।’

'রক্তাক্ত আগস্ট' শিরোনামের বিশেষ সংখ্যা দিয়ে বাজারে এসেছে মাসিক ম্যাগাজিন 'জয় বাংলা'।  এ মাসিক ম্যাগাজিনটির প্রধান পৃষ্ঠপোষক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার হাতে প্রথম সংখ্যাটি হস্তান্তরের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো এ ম্যাগাজিন।
এখন থেকে প্রতিমাসে ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল- বিএসএল নিউজ প্রকাশনা থেকে প্রকাশিত হবে 'জয় বাংলা'।

'জয় বাংলা' ম্যাগাজিনে স্থান পাবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিভাবান কর্মী, সাবেক-বর্তমান নেতৃবৃন্দ ও দেশ-বিদেশের স্বনামধন্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের লেখনী ও সাহিত্যকর্ম।

ম্যাগাজিনে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করবেন।  ছাত্রলীগের প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা এটির প্রকাশক এবং গণযোগাযোগ সম্পাদক শেখ শামীম তূর্য এটির সম্পাদক। গণযোগাযোগ উপ সম্পাদকদের নিয়ে একটি টিম এটির সামগ্রিক কাজ করছে।


রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়