ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ১৭টি ইউনিট। বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে আটকা পড়েছে। আবার অনেকে জীবন বাঁচাতে ভবন থেকে লাফ দিয়েছে। তবে তাদের এখনকার অবস্থা কী তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ব্যবহার করা হচ্ছে একটি এয়ারলিফট। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স।

ঘটনাস্থলে ৪০ থেকে ৫০টা অ্যাম্বুলেন্স এসেছে বলে জানা গেছে। এখনো অনেক লোক সেখানে আটকা পড়ে আছে।

ফায়ার সার্ভিস ও দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছেন। সাহায্য করতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গেছেন। ঘটনাস্থলে অসুস্থদের হাসপাতালে নিতে তারা সহায়তা করছেন। সাধারণ মানুষজনও জড়ো হয়েছেন সেখানে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৯/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়