ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রার্থীদের অভিযোগ পাইনি’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রার্থীদের অভিযোগ পাইনি’

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন নিয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন বলেছেন, সকাল থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। 

তিনি বলেন, ‘আমরা প্রতিটা কেন্দ্র পরিদর্শন করছি। এখন পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাইনি।’

বৃহস্পতিবার দুপুরে কাঞ্চনের বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।

এসপি বলেন, ‘ঢাকার পাশে এই পৌরসভা নির্বাচনে ভোট চলছে। প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করে পর্যাপ্ত সংখ্যক আনসার, র‌্যাব মোতায়েন করেছি। আমরা সব পুলিশ সতর্ক অবস্থায় রয়েছি।’

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন দলীয় প্রতীকে, তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ রফিকুল ইসলাম রফিক নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার বাদশা নারিকেল গাছ, সাবেক মেয়র ও কাঞ্চন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া জগ এবং একেএম আমিরুল ইসলাম মোবাইলফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ