ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রিন্টিং করপোরেশনের উপ-ব্যবস্থাপকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিন্টিং করপোরেশনের উপ-ব্যবস্থাপকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট

শুল্ক ও মূসক ফাঁকি দেয়ার মামলায় সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. আবুল বশর মজুমদারসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

মামলার অপর আসামি হলেন মেসার্স খান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক মো. রফিকুল ইসলাম খান লাভলু।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি মো. রফিকুল ইসলাম খান লাভলু প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নওগাঁর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের অনুমতিপত্র জাল করে তা গাজীপুরে অবস্থিত দ‌্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে দাখিল করেন। পরবর্তী সময়ে অপর আসামি মো. আবুল বশর মজুমদারের সহায়তায় জাল অনুমতিপত্রের মাধ্যমে ৩ হাজার ৩৭৫০ মিলিয়ন পিস সিগারেট স্ট্যাম্প/ব্যান্ডরোল উত্তোলন করে সম্পূরক শুল্ক এবং মূসক ফাঁকি দিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদ্বয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির উপ-সহকারী পরিচালক সরদার আবুল বাসার মামলাটি তদন্ত করেন।


ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়