ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২২, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সচিবালয় প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে প্রিয়া সাহার পুরো বক্তব্যই ‌মিথ্যা অভিযোগ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিন্দা ও প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  'প্রিয়া সাহার এই মিথ্যা ও কল্পিত গল্পের পেছনে  বাংলাদেশকে ক্ষতি করার উদ্দেশ্য ছিল।’

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাতিঘর। যেখানে সকল ধর্মের লোকজন যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে। বাংলাদেশ সরকারের মানবিক মনোভাব ও উদারতা সারা বিশ্বে প্রশংসিত। এমনকি বাংলাদেশে আশ্রয় নিয়ে শান্তিতে বসবাস করছে প্রায় ১১ লাখ রোহিঙ্গা।’

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার আশা করবে ভবিষ্যতে এ ধরনের বড় আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজকরা দায়িত্বশীল ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন, যারা প্রকৃতপক্ষে ধর্মীয় স্বাধীনতার মূল্যবৃদ্ধিতে অবদান রাখছে।’

প্রসঙ্গত, গত ১৬ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতা বিষয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউজে কথা বলেন। এতে বাংলাদেশি পরিচয়ে প্রিয়া সাহা উপস্থিত হয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে অভিযোগ করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়