ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতাল সমর্থনকারীদের সঙ্গে এর বিপক্ষে অবস্থানকারীদের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম মোর্চা। অপরদিকে প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। এরা পরস্পর হরতালের পক্ষে-বিপক্ষে নানা স্লোগান দিতে থাকে। হরতালকারীরা যানবাহন চলাচলে বাধা দিলে শ্রমিক লীগের নেতা-কর্মীরা এগিয়ে যান। এ সময় কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা পতাকাবাহী লাঠি দিয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় ও ১০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল ইসলাম/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়