ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সচিবালয়ে বোমা হামলা

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ২১ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

 

বুধবার ঢাকার পাঁচ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল কবির সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার অভিযোগের মামলায় আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে  এ দিন ধার্য করেন।

 

ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, বুধবার মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৫ জানুয়ারি ধার্য করেছেন।

 

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে।

 

২০১২ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা মামলাটি তদন্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতাদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

মামলার অভিযোগপত্রের অপর ২৮ আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ঢাকা মহানগর বিএনপির তৎকালীন সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, শাম্মী আক্তার শিফা, রেহানা আক্তার রানু, নীলুফার চৌধুরী মনি, ছাত্রদলের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, যুবদলের সহদপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, বিএনপির প্রাক্তন নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম বাদরু, রেহানা আক্তার ডলি ওরফে রেহানা ইয়াসমিন ডলি ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ওরফে বাদল।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৬/মামুন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়