ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফরিদপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে অর্ধলক্ষ মানুষ। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

গত ২৪ ঘন্টায় পদ্মার পানি দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার বন্যা কবলিত পাঁচটি ইউনিয়নে দিনদিনই পানিবন্দি মানুষের সংখ্যা বেড়ে চলেছে।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ফকির জানান, ওই ইউনিয়নের ৯০ভাগ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। বর্তমানে ইউনিয়নের চার হাজার পরিবারের অন্তত ১০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

তিনি জানান, পানির কারণে জমির ধানসহ সব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষ বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে, ফলে পানিবন্দিরা মানবেতর জীবন যাপন করছে।

এদিকে জেলায় ত্রাণ তৎপরতাও অব্যাহত রয়েছে। রোববার ডিক্রিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এক হাজার পরিবারের মধ্যে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর প্রকল্পের আওতায় পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সকাল থেকে ট্রলারে করে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে এসব চাল বিতরণ করা হয়।

এসময় ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ফকির, ট্রাগ অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা বিরাহ মোহন কুন্ডু, ইউএনও’র কার্যালয়ের ত্রাণ শাখার উপ সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল ফকির, যুবলীগ নেতা মো. আলমগীর ফকিরসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ফরিদপুর/২১ জুলাই ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়