ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফরিদপুরে ৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে ৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে বর্তমানে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চারজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। স্থানীয়ভাবে আক্রান্তরা হলেন, ফরিদপুরের অম্বিকাপুরের কমেলা বেগম (৩০) ও মল্লিকপুরের মাসুদ মোল্লা (২৯) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার শারমিন (২২) ও টেকেরহাটের হিমলতা (৪৫)। বাকিরা ঢাকা থেকে আক্রান্ত অথবা ঢাকা থেকে ফিরে আসার পর জ্বরে আক্রন্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ফমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান জানান, রোববার পর্যন্ত ৩৬ জন রোগী ভর্তি থাকলেও এরমধ্যে মঙ্গলবার চারজন সুস্থ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। আর দুইজন রোগী স্বেচ্ছায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছেন। মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত ৪১ জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের জাতীয় নির্দেশনা মোতাবেক চিকিৎসা দেয়া হচ্ছে।

 

রাইজিংবিডি/ফরিদপুর/৩০ জুলাই ২০১৯/মনিরুল ইসলাম টিটো/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়