ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. সিদ্দিকুর রহমান (৫৫) নামে একজন মারা গেছেন।

মঙ্গলবার ভোররাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিদ্দিকুর রহমানের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্দিকুর রহমান জ্বর নিয়ে সোমবার বেলা ১১টার দিকে হাসাপাতালে ভর্তি হন। গত রাত ১টার দিকে তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ভোর রাতে তিনি মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে। এ হাসপাতালে আটজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

রাইজিংবিডি/ফরিদপুর/১০ সেপ্টেম্বর ২০১৯/টিটো/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়