ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদপুরে ‘বালুচর কবিতা উৎসব’

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে ‘বালুচর কবিতা উৎসব’

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরমাধবদিয়ায় পদ্মার চরে ‘বালুচর কবিতা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি উৎসবে ফরিদপুর, রাজবাড়ীসহ আশপাশের কয়েকটি জেলার দুই শতাধিক কবি, সাহিত্যিক ও লেখক অংশ নেন।

সাহিত্য অনুরাগী তুহিনুর রহমান মন্ডলের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন কবি মো. আবুল হাসান। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, শিশু সংগঠক ও নাট্যকার ম. আহমেদ নিজাম, কবি মামুনুর রহমান মামুন, কবি ও সংগঠক বিজয় পোদ্দার, আইনজীবী ও সংগঠক সরদার আওয়াল হাসান, গীতিকার সুজয় কুমার পাল, কবি অজয়কর খোকন, কবি রাজ্জাক রাজা, কবি রিনা আনোয়ারসহ অনেকে আড্ডায় অংশ নেন।

অনুষ্ঠানে মোস্তফা মাহফুজ বুলুর লেখা ‘বাংলার চিত্র’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিসহ অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা গুণীদের সম্মাননা দেয়া হয়।

কবি ও লেখকদের উপস্থিতিতে উৎসব পরিণত হয় মিলন মেলায়। পদ্মা নদীর চরের মনোরম প্রাকৃতিক পরিবেশে উৎসবে কবিতা আবৃত্তি, সাহিত্য পাঠসহ নিজেদের মধ্যে সৌহার্দ বিনিময় চলে দিনভর।


রাইজিংবিডি/ফরিদপুর/১৩ সেপ্টেম্বর ২০১৯/মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়