ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফরিদপুরে ১১০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে ১১০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২০ জুলাই থেকে আজ শুক্রবার (২ আগস্ট) বিকেল পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত ১৪৪ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, তিনজনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে। ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে দুই জন, ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ১৫ জন, আরোগ্য সদনে ১০ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, ১৪ জন ফরিদপুরে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাকিদের বড় অংশ এসেছে ঢাকা থেকে। এ ছাড়া রাজবাড়ী, মাদারীপুর, ঝিনাইদহসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসা নিয়েছেন কিংবা নিচ্ছেন।

ডেঙ্গুতে আক্রান্ত শারমীন (২২) বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শারমীন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা জানান, শারমীন টেকেরহাটস্থ নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।


রাইজিংবিডি/ফরিদপুর/২ আগস্ট ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়